Uiisii এর নজর বাজেট রেন্জের TWS এর দিকে অনেক দিন ধরেই ছিল। তাই এই মার্কেট টি ধরার জন্য অবশেষে মার্কেটে ছাড়লো UIISII TWS16. আন্ডার ১৫০০ বাজেটে বেস্ট Tws এর যদি তালিকা করা হয় বর্তমান মার্কেটে তাহলে ১ নং পজিশনর মধ্য থাকবে নিঃ সন্দেহে। ব্লুটুথ ৫.০ সাপোর্টেড ৬মিমি এর ডায়নামিক ড্রাইভারের এই ইয়ারফোনটির ওজন মাত্র ৩.৮ গ্রাম?? ভাবা যায় এত হালকা?। কানে ফিট হওয়ার ব্যপারে যদি বলি তাহলে বলবো আপনার কান ছোটো হোক বা বড় যেকোনো কানে এটি একদম পার্ফেক্টলি ফিট হবে। টাচ সেন্সিটিভ হওয়াতে অপারেট করা একদম ইজি। এক টানা ৪ ঘন্টা এবং বক্স থেকে ৩ বার চার্জ দেয়া যাবে এতে
এবার আসি #মিউজিক কোয়ালিটি নিয়ে। বেজ যাদের উঠতে বসতে ৩ বেলা লাগে তিরা এটি ৩ বেলা ই কানে লাগিয়ে রাখবেন। বেজের খিদা মিটে যাবে। কোনো চাপা বেজ পাবেন না এতে যা ২০০০ বাজেটের হেডফোন গুলোতে দেখা যায় । অসহ্যকর একটা জিনিস এই চাপা বেজে না পাওয়া যায় বেজের স্বাদ না থাকে ভোকালের স্বাদ। কিন্তু uiisii tws16 এর বেজ অনেক ওয়াইড। এককটা ৩৬০° সাউন্ডের মত পাবেন। ট্রেবলের কিছুটা ঘাটতি থাকলেও অবাক করে দিয়েছে এর মিড সেকশন টা। ভোকাল স্পষ্ট বোঝা যায়। এত বেজ থাকার পরও ভোকাল চিপায় পরে যায় নি।
ওভারওল বেজ হেবি ইয়ারফোন যাদের দরকার তাদের জন্য মাস্ট ট্রাই একটা জিনিস ?
কেন নিবেন uiisii Tws16?
১. ওজনে হালকা কানে ফিট হবে সুন্দর
২. লাইট জ্বলবে হেডে??। সাথে আবার টাচ রেসপন্সিভ?
৩. বেজ লাভারদের জন্য এক আদর্শ জিনিস
৪. ব্যাটারি ব্যাকাপ এই বাজেটের অন্য যেকোনো ইয়ারফোন থেকে বেশি।