[rev_slider_vc alias=”layout-basic”]
WOODMART COLLECTIONS
BEST SELLING PRODUCTS
WoodMart is a powerful eCommerce theme for WordPress.
asdff
LAOREET IN VITAE AMET
HEY YOU, SIGN UP AND
CONNECT TO WOODMART!
Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit, sed diam.
[mc4wp_form id=”74″]
Will be used in accordance with our Privacy Policy
WOODMART COLLECTIONS
OUT BLOG POSTS
WoodMart is a powerful eCommerce theme for WordPress.
20
Jan
Wavefun XPods 3T Wireless Bluetooth 5.0 Earphones
-
Posted by
shuvra
- 0 comments
বাজারে xpods 3 এর রাজত্ব ছিলো বহুদিন। বেজ,ডিজাইন, ফাংশন সব দিক দিয়েই সবার মন জয় করে নিয়েছিল। কিন্তু শেষের দিকের কিছু লটে কানেকটিভিটি প্রবলেম সহ আরও কিছু প্রবলেমর সম্মুখীন হয় Wavefun xpods 3. সো কোম্পানি সেই সকল সমস্যার সমাধান করে + অতিরিক্ত কিছু ফিচার এড করে বাজারে ছাড়লো Wavefun Xpods 3T.? তো কি কি থাকছে এতে সেটি নিয়েই রিভিউ হয়ে যাক।
বিল্ট কোয়ালিটি: খুবই ছেটো দেখতে একটি পাউচে রাখা হয়েছে ইয়ারবাডস দুটি পকের এক কোনে সুন্দর ভাবে এটে যাবে। বাডস দুটির উপর xpods ব্রান্ডিং করা যা দেখতে খুবই সুন্দর লাগে। আর সবচেয়ে বড় কথা হয় এর শেপ যেভাবে দেয়া হয়েছে তাতে যেকোনো কানে সুন্দর ভাবে এটে যাবে। যারা Tws কানে দিলে খুলে যাবার ভয় পান তারা নিশ্চিতে নিতে পারেন এটি। ভলিউম বাড়ানো কমানো যায় এতে সেই সাথে মিউজিক চেন্জ, প্লে, পজ ও গুগল এসিসটেন্স ও রযেছে।। আর...
22
Jan
Wavefun FIT APTX Bluetooth earphone
-
Posted by
shuvra
- 0 comments
চলে এলাম সময়ের সেরা ইয়ারফোন ব্র্যান্ড নিয়ে নিয়ে। অনেকের কাছে Wavefun Brand এর নাম নতুন মনে হলেও বাইরের দেশ গুলোতে এর ব্যাপক চাহিদা।
আজ আপনাদের কাছে নিয়ে এলাম Wavefun Fit ইয়ারফোনের রিভিউ নিয়ে। এটি এমন এক ইয়ারফোন যা বড় বড় হাতি কেও কুপোকাত করতে পারে। এই যেমন ধরেন Anker Soundbus, Meizu Ep51.
প্রথমেই আসা যাক এর ডিজাইন নিয়ে। Wavefun সবসময় তাদের ইয়ারফোনে ক্লাসিকাল লুক ধরে রাখার চেস্টা করে। এটির ক্ষেত্রও এর ব্যতিক্রম হয়নি। পারসনালি এটির এই ক্লাসিকাল লুকটাই আমার সবচেয়ে বেশী ভালো লেগেছে। ইয়ারবাডগুলো একদম পারফেক্ট ভাবে কানে এ্যটাচ হয়।
এবার আসা যাক এই ইয়ারফোন কেমন খেলতে পারে মাঠে তা নিয়ে। মানে এর পারফরমেন্স নিয়ে বলা যাক। কোনপ্রকার বাধা ছাড়া ১০ মিটার দূর থেকে কানেক্ট করা সম্ভব। এর প্রধান দিক হল এর বেজ। সহজ কথায় এর বেজের প্রেমে পড়ে গেছি। সাউন্ড বেজ সম্পূর্ণ ক্লিয়ার পাওয়া যায়। কোন প্রকার...
22
Jan
Xundd XDHE-001
-
Posted by
shuvra
- 0 comments
প্যাকেজিং: এর ইউনিক প্যাকেজিং স্টাইল আনপর সর্বপ্রথম দৃষ্টি কাটবে। আমার মনে হয় ৫০০ বাজেটে এমন প্যাকেজিং খুব কম ইয়ারফোনেই দেখেছি। যাই হোক কি করবো প্যাকেজিং দিয়ে সাউন্ড & durability এই আসল।
ডিউরাবিলিটি: ইয়ারফোন এর ইয়ারবাড গুলো তৈরি হয়েছে aluiminium দিয়ে যার কারনে বেশ শক্ত ও মজবুত সেই সাথে ওজনেও বেশ হালকা। অনেকখন ব্যবহার করলেও আনইজি ফিল করবেন না। আর ক্যাবলটি থার্মোপ্লাস্টিক হওয়াতে বেশ মসৃন এবং শক্ত। ছিড়ে যাওয়ার কোন চান্স নেই।
সাউন্ড: এই বাজেটের ইয়ারফোন গুলো মুলত ব্যালেন্সড সাউন্ড দিয়ে থাকে। বাট কতটুকুই বা সফল হয় তাতে। বিশ্বাস করেন এটির মত ব্যালেন্স সাউন্ড আর একটিতেও পাই নি।
ডিপ বেজ, ক্লিয়ার ভোকাল ও সেই সাথে ট্রেবলের এক পারফেক্ট কম্বিনেশন।
06
Feb
Mpow T5/M5 aptX True Wireless Earbuds with cVc 8.0 Noise Cancellation
-
Posted by
shuvra
- 0 comments
Introduction: প্রথমেই কথা বলি এর বিল্ড কোয়ালিটি ও কানেক্টিভিটি নিয়ে। এটি IPX7 ওয়াটারপ্রুফ। হাতে নিয়ে প্রিমিয়াম ফিল পাওয়া যায়। ইয়ারপিসগুলো কানে ভালোভাবেই ফিট হয়। তাই বাইরের নয়েজ খুব একটা পাওয়া যায় না।
বিল্ট কোয়ালিটি: একটা ডাউনসাইড হচ্ছে ইয়ারপিসগুলোতে বাটন দেয়া হয়েছে। কোন টাচ কন্ট্রোল নেই। বাটন টিপে টিপে প্লে/পজ, ভলিউম কন্ট্রোল করতে হয়। এই বাজেটে আসলে টাচ কন্ট্রোল এক্সপেক্ট করেছিলাম। তবে এর বাটনগুলোর রেসপন্স খুব ভালো। পেয়ারিং প্রসেস খুবই ইজি ও স্মুথ। চার্জিং কেইস থেকে একটা ইয়ারবাড বের করে কানেক্ট করলেই আরেকটি ইয়ারবাড অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। একটা খুবই কাজের ফিচার হচ্ছে- চাইলে একটি ইয়ারবাডও ইউজ করা সম্ভব। এক্ষেত্রে অপর ইয়ারবাডটি চার্জিং কেইসে রেখে দিলে কাজ শেষ। তবে আমার যে জিনিসটা সবচেয়ে বেশি কাজে লেগেছে তা হলো এর ফিজিক্যাল on/off বাটন। Xpods 3t তে এই জিনিসটা অনেক মিস করছি। xpods যদি অফ করতে হয় সেক্ষেত্রে ইয়ারবাডগুলো...
Instagram has returned invalid data.